২৭ বছর আগের জাহিদ হত্যায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ কারাগারে

আদালতপ্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জাহিদ আমিন হত্যা মামলার অভিযুক্ত আসামি তারেক সাঈদ ওরফে মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–২–এর বিচারক অরুণাভ চক্রবর্তী আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাদিয়া আফরীন।

সাদিয়া আফরীন প্রথম আলোকে বলেন, ২৭ বছর আগে রাজধানীর মোহাম্মদপুরে জাহিদ আমিন ওরফে হিমেলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন জাহিদের মা জাফরুন নাহার। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৭ সেপ্টেম্বর শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রভুক্ত অন্য চারজন হলেন সন্ত্রাসী তারিক সাইদ মামুন, মাসুদ ওরফে নাজমুল হোসেন, ওসমান, বেলাল ও রাজীব। মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

এ মামলায় তারিক সাঈদ জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির হন। শুনানি নিয়ে বিচারক তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় ইমন ও তারিক ছাড়া সবাই পলাতক। এই দুই শীর্ষ সন্ত্রাসী সম্প্রতি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে খালাস পেয়েছেন।