দ্রুত বিচার বিভাগে সংস্কার করা উচিত: মাহবুব উদ্দিন খোকন
দ্রুত বিচার বিভাগে সংস্কার করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ‘যদি বিচার বিভাগ শক্তিশালী না হয়, তাহলে শত শত লোক আত্মাহুতি দিয়েছেন পরিবর্তনের জন্য, তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মনে করি। বিচার বিভাগের সংস্কার তাড়াতাড়ি করা উচিত।’
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘বিচার বিভাগ সংস্কার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পর্যবেক্ষণবিষয়ক ব্যাপারে’ শিরোনামে সমিতির ব্যানারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত সরকারের সময় বিচার বিভাগ ছিল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এ কারণে মানুষ ন্যায়বিচার পায়নি। বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতায় ছিল।...সর্বক্ষেত্রে সংস্কারের পরিকল্পনা-পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য।…সব খাতের আগে বিচার বিভাগ সংস্কার দরকার ছিল। বিচার বিভাগ শক্তিশালী হলে দুর্নীতি কমে যাবে।
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘হাইকোর্ট বিভাগে গত ১৬ বছর যাঁরা শপথ ভঙ্গ করে রাজনৈতিকভাবে বিচার করেছেন, যাঁরা কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছেন, বিতর্কিত বিচারপতিদের অপসারণ করতে হবে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।…আওয়ামী লীগের সময়ের সবাই খারাপ না, ভালো বিচারপতিও আছেন। বিশেষ করে বিতর্কিত, শপথ ভঙ্গ করে রাজনৈতিক বিচার করেছেন বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন বা তদবিরে কাজ করেছেন এবং তদবিরে রায় দিয়েছেন, বাছাই করুন তাঁদের।…আমি মনে করি, এ ব্যাপারে সরকারের তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’