চট্টগ্রামে বিড়ালছানা আনতে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ শিশু

চট্টগ্রামে বিড়ালছানা আনতে গিয়ে সাত দিন ধরে নিখোঁজ রয়েছে এক কন্যাশিশু। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-২–এ অপহরণের মামলা করেন। এতে মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে আসামি করা হয়েছে।

বাদীকে আইনি সহায়তা দিচ্ছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংগঠনের মহাসচিব জিয়া হাবিব আহসান প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পাহাড়তলী থানার ওসিকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। মা পোশাক কারখানায় কাজ করেন। বাবা একই পেশায় ঢাকায় কর্মরত। স্কুলের এক বান্ধবীর মাধ্যমে জানতে পেরে শিশুটি বিড়ালের ছানা আনতে যায় রুবেল নামের এক তরকারি বিক্রেতার কাছ থেকে। ২১ মার্চ বাসা থেকে বের হয়ে আর ফিরেনি সে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, শিশুটি বোরকা পরে একা বাসা থেকে বেরিয়ে যেতে সিসিটিভির ফুটেজ দেখা গেছে। শিশুটির মা–বাবা পৃথকভাবে থাকেন। সব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।