ডিআইউর ১০ শিক্ষার্থীকে বহিষ্কারে নিন্দা ও ক্ষোভ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সাংবাদিক ও ছাত্রসংগঠনগুলো।

নিজ নিজ কর্মসূচি থেকে সংগঠনগুলো ওই শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের দাবি এবং ক্যাম্পাসে নির্বিঘ্নে সাংবাদিকতা করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সভায় ওই ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্তকে হঠকারী বলে উল্লেখ করেন সাংবাদিক নেতারা।

সভায় বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী এবং মহাসচিব কাদের গনি চৌধুরীসহ অন্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ওই শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। এ ঘটনায় ছাত্র ইউনিয়ন শুক্রবার শাহবাগে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ ছাত্রদের মৌলিক অধিকার হরণ করে বাক্‌-স্বাধীনতা গলা টিপে হত্যা করছে। আমরা শুধু এই বহিষ্কারাদেশ প্রত্যাহারই নয়, আর্থিক অনিয়মে জড়িত বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনও।