বিমান বিধ্বস্তে হতাহতের তালিকা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের হালনাগাদ তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। এ ছাড়া একটি যোগাযোগের জন্য সুনির্দিষ্ট ব্যক্তির নম্বরও (ফোকাল পয়েন্ট) দেওয়া হয়েছে।
এই তালিকায় মোট ২৭ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে ১৭টি শিশুর নাম ও বয়স পাওয়া গেছে। এ ছাড়া পাইলটসহ চারজন প্রাপ্তবয়স্কের নামও রয়েছে। হালনাগাদ তালিকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানানো হয়।
আহতদের মধ্যে শিক্ষার্থী ৪০ জন, শিক্ষক ৬ জন, সেনাসদস্য ১৫ জন, স্কুল স্টাফ ১ জন, দমকলকর্মী ১ জন, পুলিশ ১ জন, ইলেকট্রিশিয়ান ১ জন, মেইড ১ জন এবং অন্যান্য ৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য ডেপুটি সিভিল সার্জন সরকার ফারহানা কবীরকে ( ০১৭৯২৭৪৪৩২৫) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে তথ্যের জন্য সঙ্গে যোগাযোগ করা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েসবসাইটেও এই তালিকা প্রকাশ করা হয়েছে।