ট্রেনে আগুন, পুড়ল আরও ছয়টি গাড়ি

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের একটি বগির ভেতরের চিত্র। গতকাল টাঙ্গাইল রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবরোধের মধ্যে এত দিন বাস বা অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এবার ট্রেনে আগুনের ঘটনা ঘটল।

ট্রেনে আগুনের বাইরে বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ছয়টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। তবে এদিন ঢাকায় কোনো যানবাহনে আগুনের খবর পাওয়া যায়নি।

সব মিলিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট ১২৩টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয়েছে ৮২টি যানবাহনে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল অর্ধদিবস হরতাল ডেকেছিল বাম গণতান্ত্রিক জোট। এই হরতালের সমর্থনে বের করা মিছিলে কয়েকটি জায়গায় পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির পঞ্চম দফায় দেওয়া ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার শুরু হয়, যা আজ শুক্রবার ভোরে শেষ হচ্ছে।

ট্রেনে আগুন

টাঙ্গাইল কমিউটার ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার রাতে ট্রেনটি ঢাকা থেকে গিয়ে টাঙ্গাইল স্টেশনে অবস্থান করছিল।

টাঙ্গাইল রেলস্টেশন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে আগুন দেওয়া হয়। এ সময় স্টেশনে কর্মরত রেলওয়ের কর্মী, রেলওয়ে পুলিশ সদস্য ও আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

টাঙ্গাইল রেলস্টেশনের স্টেশনমাস্টার তরিকুল ইসলাম বলেন, আগুনে ট্রেনের দুটি বগি পুড়ে গেছে। অন্য একটি বগি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছয়টি যানবাহনে আগুন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা কারখানার পাশে দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল ভোরে।

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈলে পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। বুধবার রাত ১২টার দিকে বগুড়ার শেরপুরের দশমাইলে ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে চালক জ্বলন্ত ট্রাকটি শেরপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া সদরের দ্বিতীয় বাইপাস মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে দুধবাহী একটি গাড়ি থামিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠী জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোরাগড় এলাকার পল্লী বিদ্যুতের সামনে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দূরপাল্লার বাস ছাড়ছে কম

বিএনপির ডাকা অবরোধ ও বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রভাবে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গতকাল সকাল থেকে তেমন কোনো যাত্রী ছিল না। বাস কাউন্টারের ব্যবস্থাপকেরা জানিয়েছেন, যাত্রীর অভাবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দূরপাল্লার গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়নি।

অবশ্য টার্মিনালে জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে সকাল থেকে হাতে গোনা কিছু যাত্রীকে টিকিটের খোঁজ করতে দেখা গেছে। যাত্রীদের কাছে কোনো বাস কোম্পানি বেলা দেড়টা বা দুইটার পর বাস ছাড়বে জানিয়ে টিকিট বিক্রি করছিলেন।

মিছিলে পুলিশের বাধা

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে গতকাল রংপুরে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। তারা বলছে, লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা বাসদের আহ্বায়ক আবদুল কুদ্দুসকে আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। গতকাল দুপুরে নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা ও নারায়ণগঞ্জে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে।

হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এক পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মীকে মহড়া দিতে দেখা যায়।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন ঢাকা ও বিভিন্ন জেলায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]