গুলশান–বনানীসহ ঢাকার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন

লোডশেডিংপ্রতীকী ছবি

রামপুরা সুপার গ্রিডে সমস্যা হওয়ায় রাজধানীর বসুন্ধরা, গুলশান, বনানী, আফতাবনগর ও পূর্বাচল এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) জানিয়েছে, রোববার রাত ৯টা ৪১ মিনিট থেকে এসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শুধু ডেসকো এলাকা নয়, ঢাকার আরেক বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কিছু এলাকাতেও বিদ‍্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে বিকল্প উপায়ে বিদ‍্যুৎ সরবরাহের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

ডেসকো জানিয়েছে, রামপুরা সুপার গ্রিডের ২৩০ কেভি অংশে সমস্যা দেখা দেওয়ার কারণে বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের (আংশিক), পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড ও গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এ ছাড়া কারওয়ানবাজার, ইস্কাটন, পান্থপথ, পূর্ব রাজাবাজার ও নিউমার্কেট এলাকা থেকেও অনেকে ফোনে প্রথম আলোকে জানিয়েছেন, এসব এলাকায়ও রাত পৌনে ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ডেসকোর পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সমস্যার বিস্তারিত কারণ নির্ধারণ ও দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উল্লিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। গ্রিড পুনরায় সচল করতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।