জেনে-বুঝে কিনুন টিভি

বিভিন্ন প্রয়োজনে মানুষ নতুন টিভি কেনেন। অনেকেই বাসার পুরোনো মডেলের টিভি বদলে নতুন টিভি কিনতে চান। কয়েক দিন পরই ভারতে শুরু হবে এক দিনের বিশ্বকাপ ক্রিকেটের আসর। ঘরে বসে বাংলাদেশের খেলা দেখতে অনেকেই নতুন টিভি কেনার পরিকল্পনা করছেন। ঘরে ছোট আকারের টিভি থাকলে সেটা বদলে এখন বড় সাইজের টিভি কিনতেই আগ্রহী সবাই।

সম্প্রতি বিয়ে করেছেন জান্নাতুল ফেরদৌস ও মারজুক রহমান। নতুন বাসার আসবাবের সঙ্গে নতুন একটি টিভিও রেখেছেন কেনার তালিকায়। ‘বর্তমানে ঘরের জন্য মৌলিক একটি অনুষঙ্গ টেলিভিশন। এই যন্ত্রটি ছাড়া ঘরকে চিন্তাই করা যায় না। সারা দিন কাজ শেষে বাসায় এসে অবসরে বড় পর্দায় মানে টিভিতে অনুষ্ঠান বা সিনেমা দেখার মজাই আলাদা। এ ছাড়া লাইভ খেলা দেখতে টিভির বিকল্প নেই,’ বলেন নতুন এ দম্পতি।

টিভি কিনুন প্রয়োজন বুঝে

বাজারে এলসিডি, এলইডি ও প্লাজমা—তিন ধরনের টিভি রয়েছে। আবার সুপার এলইডি ও এলইডি প্লাস টিভিও পাওয়া যায়। ছবির মান, সাউন্ড ও বিদ্যুৎ খরচের জন্য প্রতিটি টিভির ধরন আলাদা। এসব বিবেচনা করেই টিভি কেনা উচিত। এখন ফ্ল্যাট মনিটরের টিভি ছাড়াও সবাই স্মার্ট টিভির দিকে ঝুঁকছেন। কারণ, ইন্টারনেটসহ বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের সুযোগ রয়েছে স্মার্ট টিভিতে। এটি শুধু একটি টিভি নয়, কম্পিউটারও বটে। তাই বাজেট একটু বেশি হলেও স্মার্ট টিভিই কিনছেন অনেকে।
মিরপুরে অবস্থিত তালুকদার ইলেকট্রনিকসের বিক্রয় ব্যবস্থাপক শামীম তালুকদার বলেন, টেলিভিশন নিত্যপ্রয়োজনীয় জিনিস নয়। একটা টিভি দীর্ঘদিন ব্যবহার করা হয়। কিছুদিন পরপর বদল করা সম্ভব নয়। এ জন্য ভেবেচিন্তে টিভি কেনা উচিত। তাই টিভি কেনার আগে অবশ্যই চাহিদা, বাজেট এবং আগামী দিনের পরিকল্পনা—এসব মাথায় রাখা উচিত।

বাজেট নাকি সর্বশেষ প্রযুক্তি?

টেলিভিশন কেনার আগে বাজেট নাকি সর্বশেষ প্রযুক্তি—কোনটিকে বেশি গুরুত্ব দেবেন? এমন দ্বিধাদ্বন্দ্বে থাকেন অনেকেই। জান্নাতুল ফেরদৌস ও মারজুক রহমান দম্পতি কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন? শুনি তাদের মুখ থেকেই, ‘বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে টিভির মানের দিকটা কোনোভাবেই ছাড় দিতে আমরা রাজি নই। কারণ, একটি টিভি অনেক দিন ব্যবহার করার জন্য কিনব। যদি বাজেটের জন্য মানের দিকটা ছাড় দিই, তাহলে টিভি দেখার আসল মজাটাই পাব না। তাই আমরা বাজেটের সঙ্গে মানানসই টেলিভিশনটিই বাছাই করেছি।’

শুধু জান্নাতুল-মারজুক দম্পতিই নন, বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ক্রেতাই টিভি কেনার ক্ষেত্রে বাজেটের চেয়ে টিভির মানের দিকে বেশি গুরুত্ব দেন।
বিক্রয়োত্তর সেবা

যেকোনো ইলেকট্রিক পণ্য কেনার আগে বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জেনে নেওয়া উচিত। বিশেষ করে টেলিভিশনের মতো দামি পণ্যের ক্ষেত্রে। টিভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নানা রকম শর্ত সাপেক্ষে বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকে। ওয়ারেন্টি ও গ্যারান্টি—দুটি বিষয় আলাদা। অনেক সময় ক্রেতারা এই দুটি বিষয় গুলিয়ে ফেলেন। তাই ক্রেতাদের উচিত, এসব বিষয় ভালোভাবে দেখে ও বুঝে তারপর টেলিভিশন কেনা।

সংযোগ উপকরণ

টিভির জন্য এর সংযোগ পোর্টগুলো খুবই দরকারি। কারণ, এই পোর্টগুলো দিয়েই টিভি চালানো হয়। আপনার যেসব পোর্ট দরকার, টিভি কেনার সময় সেগুলো আছে কি না, দেখে নিন। টিভিতে গেমিং কনসোল, সাউন্ডবারের মতো প্রয়োজনীয় ডিভাইস সংযুক্ত করার জন্য পর্যাপ্ত এইডিএম পোর্ট, ইউএসবি পোর্ট এবং অন্যান্য ইনপুট পোর্ট আছে কি না, তা–ও দেখে নেওয়াটা জরুরি। টেলিভিশন দেখার পাশাপাশি শোনাও হয়। তাই কেনার আগে টিভির সাউন্ডের মান অবশ্যই যাচাই করে নিতে হবে।