সীমনকে সাহায্যে এগিয়ে আসুন

মীর সীমন হায়দার

অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চ শিক্ষা নিয়েছেন মীর সীমন হায়দার। দেশে এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। ২০১০ সালে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে কিডনির জটিল রোগ। সেই সঙ্গে হৃদ্‌রোগও ধরা পড়ে তাঁর। এরপর এক যুগ ধরে পরিবার সেই চিকিৎসার অর্থ ব্যয় করছিল। কিন্তু এখন আর চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই।

মীর সীমন হায়দারের বাবা মীর মনোয়ার আলী বলেন, অর্থের অভাবে গত সাত মাস ধরে তাঁর ছেলের চিকিৎসা বন্ধ রয়েছে। এর আগে প্রতি মাসে খরচ হতো প্রায় এক লাখ টাকা। এই চিকিৎসার খরচ সামলাতে ধীরে ধীরে সহায়-সম্বল সব বিক্রি করে দিয়েছেন তিনি।

মীর সীমন চিকিৎসাধীন অবস্থায় ২০২১-২২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার জন্য মনোনীত হয়েছেন। এই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য দরকার সুস্থ থাকা। প্রয়োজন চিকিৎসা। এ জন্য সবার সহযোগিতা চেয়েছেন মীর সীমন হায়দারের বাবা মীর মনোয়ার আলী।

সাহায্য পাঠানোর ঠিকানা: রকেট, বিকাশ ও নগদ নম্বর: ০১৭৮৪১৯৩৩০৩ (ব্যক্তিগত), মীর সীমন হায়দার, অ্যাকাউন্ট নম্বর: ২২২.১৫১.৪৯৬৩৮, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আটি বাজার শাখা, কেরানীগঞ্জ, ঢাকা।