ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
সোমবারের পর মঙ্গলবারও দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এডিস মশাবাহিত এ রোগে মারা গেলেন ৫১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ৪২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন; অর্থাৎ সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৯২। এ সংখ্যা ছিল এক দিনে সর্বোচ্চ। মঙ্গলবারও তিনজনের মৃত্যু হয় ডেঙ্গুতে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং একজন খুলনা বিভাগের। এ সময় সবচেয়ে বেশি সংখ্যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে, ১২০। এ বিভাগের শহর বরগুনায় আক্রান্তের সংখ্যা ছিল ৮৪। এ সময় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৯৩।
ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩ হাজার ১৮৮।
দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩৪৫ জন। তবে এক জুন মাসেই এর চেয়ে বেশি মানুষ এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন; এ সংখ্যা ৫ হাজার ৯৫১। সরকারি হিসাব বলছে, এযাবৎকালের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে জুনে। চলতি জুলাই মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগী এবং এতে মৃত্যু বাড়ছে।