আবারও রিমান্ডে সাবেক মেয়র আতিক, নজরুল, শাহেন শাহ ও শামীমা

হেভিওয়েট ১৪ জন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত হাজির করা হয়। সিএমএম আদালত, রায়সাহেব বাজার, ঢাকা, ২৪ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো

পৃথক হত্যা মামলা ও হত্যাচেষ্টার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ ও ঢাকা মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার।

ঢাকার বাড্ডা থানায় করা সোহাগ হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। এ সময় আতিকুলের আইনজীবী আদালতকে বলেন, তাঁর মক্কেলকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এরই মধ্যে তাঁকে কয়েকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

আসামিপক্ষের বক্তব্যের বিরোধিতা করে আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী আতিকুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শত শত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আতিকুল এসব হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী।

আদালত প্রাঙ্গণে আসামিদের বহনকারী প্রিজন ভ্যান। সিএমএম আদালত, রায়সাহেব বাজার, ঢাকা, ২৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক মেয়র আতিকুল ইসলামকে আরও চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।  

মিরপুর থানায় করা কিশোর আসিফ হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আর আসামিপক্ষ তাঁর জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নজরুল ইসলাম মজুমদারকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এর বাইরে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগের নেত্রী শামীমা আক্তারকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এদিকে রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। সিএমএম আদালত, রায়সাহেব বাজার, ঢাকা, ২৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান, অতিরিক্ত উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময় আতিকুল ইসলামসহ বাকিদের গ্রেপ্তার করা হয়।