নারায়ণগঞ্জের যেসব এলাকায় কাল ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

ফাইল ছবি

আগামীকাল বুধবার নারায়ণগঞ্জের কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য এমনটা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট থেকে আড়াইহাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান শিল্প, ক্যাপটিভ (শিল্পের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের কাছে এ দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।