নেত্রকোনায় খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প বাতিলের দাবিতে শাহবাগে সমাবেশ

নেত্রকোনার কেন্দুয়ায় বলাইশিমুল মাঠে আশ্রয়ণ প্রকল্প বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বলাইশিমুল মাঠ রক্ষায় এই সংহতি সমাবেশ আয়োজন করা হয়। এতে সংস্কৃতিকর্মী, কবি, সাহিত্যিক, শিক্ষক, পরিবেশকর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।  

সমাবেশের শুরুতেই বলাইশিমুল মাঠ রক্ষা আন্দোলনের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন ‘বলাইশিমুল মাঠ রক্ষা গণকমিটি’র আহ্বায়ক আবুল কালাম আল আজাদ। তিনি বলেন, বলাইশিমুল মাঠটি ওই এলাকার একমাত্র খেলার মাঠ। দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার মানুষ মাঠটিকে খেলা ও বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক আয়োজনের স্থান হিসেবে ব্যবহার করে আসছে। সম্প্রতি মাঠটিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ শুরু হয়েছে।

আবুল কালাম আল আজাদ বলেন, ওই এলাকায় অনেক খাসজমি পড়ে থাকলেও ইচ্ছাকৃতভাবে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের জন্য খেলার মাঠটিকে বেছে নেওয়া হয়েছে। প্রকল্পের শুরু থেকেই এলাকার সর্বস্তরের জনগণ মাঠ ধ্বংস করে কোনো প্রকল্প না করার দাবি জানিয়ে আসছিলেন, যা পরে আন্দোলনে রূপ নেয়। স্থানীয় জনগণের আপত্তি উপেক্ষা করে এখনো ওই মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। শুধু তা–ই নয়, মাঠ রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নানা রকমের হয়রানিমূলক মামলা, হামলা, নির্যাতন–নিপীড়ন করা হচ্ছে। আন্দোলন বন্ধ করার জন্য প্রতিনিয়ত হুমকি–ধমকি দেওয়া হচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক জাকির তালুকদার, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, এস এম শহীদুল্লাহ, শিল্পী অরূপ রাহী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আলমগীর কবির, উদীচীর কোষাধ্যক্ষ বিমল মজুমদার, ক্ষেতমজুর সমিতির সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার প্রমুখ।