রমজান উপলক্ষে মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রির সম্ভাবনা

টিসিবির ট্রাক সেলে চলছে পণ্য বিক্রিফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পণ্য বিক্রি কার্যক্রম আগামী মার্চের প্রথম দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শাহদাব আকবরের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে সরবরাহের জন্য ২০ হাজার টন চিনি, ৪০ হাজার টন মসুর ডাল, ৪ কোটি লিটার সয়াবিন তেল, ১ হাজার ১০০ টন খেজুর, ১০ হাজার টন ছোলার প্রয়োজন হবে। এরই মধ্যে এসব পণ্য আমদানি সম্পন্ন হয়েছে। পণ্যগুলো গুদামে মজুত কার্যক্রম চলমান।

সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০৩ দেশে পণ্য রপ্তানি করেছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, বাংলাদেশ থেকে কাঁচা সবজি রপ্তানি করা হয়। যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, কুয়েত, নেপাল, মিয়ানমার, ওমান, জার্মানি প্রভৃতি দেশে চলতি অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানত আলু, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো ও বরবটি ইত্যাদি রপ্তানি করে ৩৩ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করা হয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বেচ্ছাসেবক নীতিমালা ২০২৩ প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে।