২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রাজারবাগের পুলিশ হাসপাতালে যোগ দিচ্ছেন ৩৬ চিকিৎসক

ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
ছবি: সংগৃহীত

ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ৩৬ জন চিকিৎসক পেয়েছে। দেশের বিভিন্ন জেলার পুলিশ হাসপাতালে কর্মরত সহকারী সার্জনদের ঢাকায় বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে এই আদেশে সই করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

সিপিএইচের পরিচালক ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হায়দার রাতে প্রথম আলোকে বলেন, সিপিএইচে এখন ডেঙ্গু রোগীর চাপ বেশি। এ ছাড়া হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হওয়ায় চিকিৎসকসহ এত দিন লোকবলের অভাব ছিল। বদলি হওয়া চিকিৎসকেরা যাতে সিপিএইচে দ্রুত যোগ দিতে পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিপিএইচ সূত্র জানায়, গত বছর হাসপাতালটি ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। এত দিন ২৫০ শয্যার লোকবল দিয়ে হাসপাতালটি চলছিল।