দারাজ মলে পাওয়া যাবে প্রথমা প্রকাশনের সব বই
দেশের প্রথম সারির প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের সঙ্গে অনলাইন মার্কেটপ্লেস দারাজের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এ অনুযায়ী শিগগিরই দারাজ মলে প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাবে।
গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে। এ সময় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর যুব কার্যক্রম ও ডিজিটাল ট্রান্সফরমেশনের সমন্বয়ক মুনির হাসান, প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাভেদ হুসেন, ব্যবস্থাপক হুমায়ুন কবির, সহকারী ব্যবস্থাপক কাউছার আহাম্মেদ ও বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান উপস্থিত ছিলেন। দারাজের পক্ষে উপস্থিত ছিলেন দারাজের ক্যাটাগরি ম্যানেজার আহমেদ মুনতাসির হুসাইন, মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী ও জুবায়েরুল ইসলাম।
চুক্তি সই অনুষ্ঠানে আনিসুল হক বলেন, প্রথমা প্রকাশন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, রাজনীতি, অর্থনীতিসহ নানা বিষয়ে বই প্রকাশ করে। দারাজের মাধ্যমে প্রথমা প্রকাশনের বই আরও বেশি পাঠকের কাছে অতি সহজে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মুনির হাসান বলেন, ‘দারাজ অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করে। এত ক্যাটাগরির ভিড়েও তারা বই নিয়ে ভালো কাজ করতে চাইছে, বইয়ের প্রচার-প্রচারণায় যুক্ত হতে চাইছে, এটা খুবই ইতিবাচক ব্যাপার। আশা করি, তারা বইয়ের প্রসারে কাজ করবে।’
দারাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে জাভেদ হুসেন বলেন, প্রথমা প্রকাশন অনেক গুরুত্ব দিয়ে ভালো ভালো বই করে। দারাজও যেন বইকে গুরুত্ব দেয়।
দারাজের পক্ষ থেকে আহমেদ মুনতাসির হুসাইন বলেন, প্রথমার মতো বড় প্রকাশনীকে সঙ্গে পেয়ে তাঁরা খুশি। বই নিয়ে তাঁরা বড় পরিসরে কাজ করতে চান।
এ সময় উভয় পক্ষই বই নিয়ে পারস্পরিকভাবে কাজ করার ইচ্ছার কথা জানায়।