ন্যাশনাল ডেন্টিস্ট ডে উপলক্ষে এসকেএফের গোলটেবিল বৈঠক

ন্যাশনাল ডেন্টিস্ট ডে উপলক্ষে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের আয়োজনে গতকাল বুধবার বিশেষ গোলটেবিল বৈঠক হয়েছেছবি: সংগৃহীত

ন্যাশনাল ডেন্টিস্ট ডে উপলক্ষে ‘দাঁত ও মুখগহ্বরের সুরক্ষায় করণীয়’ শিরোনামে বিশেষ গোলটেবিল বৈঠক হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালসের আয়োজনে গতকাল বুধবার এ গোলটেবিল বৈঠক হয়েছে।

গোলটেবিল সঞ্চালনা করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হূমায়ুন কবির বুলবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দন্তচিকিৎসক অধ্যাপক আফজাল হোসেন, পি সি মল্লিক, ইকরামুল আহমেদ, এস এম আনোয়ার সাদাত ও নজরুল ইসলাম।

গোলটেবিল বৈঠক আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল এসকেএফের দ্রুতগতির ব্যথানাশক ইটোরিক্স এবং বিশ্বমানের ভোনোপ্রাজান, ভিনি।

গোলটেবিল বৈঠকে দাঁত ও মুখগহ্বর পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখার উপায়, সাধারণ মানুষের সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ বিষয়ে সচেতনতা, শিশুদের দাঁতের যত্নে অভিভাবকদের ভূমিকা, মুখগহ্বরের ক্যানসার প্রতিরোধে করণীয় এবং অপ্রাতিষ্ঠানিক হাতুড়ে চিকিৎসকদের চিকিৎসা গ্রহণের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি