ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া কারাগারে

আবদুল কাদের ভূঁইয়া জুয়েলছবি: সংগৃহীত

ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পৃথক পাঁচটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল কাদের ভূঁইয়ার আইনজীবী ইলতুৎমিশ সওদাগর। তিনি বর্তমানে বিএনপির সহস্বেচ্ছাসেবা–বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

ইলতুৎমিশ সওদাগর প্রথম আলোকে বলেন, গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত রাজধানীর পল্টন, শাহজাহানপুর ও ধানমন্ডি থানার পৃথক পাঁচটি মামলায় আবদুল কাদের ভূঁইয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওই পাঁচটি মামলায় আজ আবদুল কাদের ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর পল্টন থানার মামলায় আবদুল কাদের ভূঁইয়াসহ ৯ জনকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন আদালত। মামলায় তাঁদের বিরুদ্ধে একটি প্রাইভেট কার ও একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়। এ ছাড়া গত ১ জানুয়ারি ধানমন্ডি থানার আরেকটি মামলায় আবদুল কাদের ভূঁইয়ার তিন বছর কারাদণ্ড দেন আদালত।