সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ জানুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম’, রায়ের পর ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আদালতে হাজির হন। ঢাকা, ১ জানুয়ারি
ছবি: দীপু মালাকার

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম। এই দুঃখটা মনে রয়ে গেল।’ শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণার পর ড. ইউনূস সাংবাদিকদের এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

পশ্চিমা একাধিক মিশনের প্রতিবেদন: ‘বিশ্বাসযোগ্যতার মোড়কে’ প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে চলেছে

নির্বাচন
প্রতীকী ছবি

নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়েছে যে ‘বিশ্বাসযোগ্যতার মোড়কে’ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ হতে চলেছে। আর সরকার ‘বাংলাদেশে বিশেষ এই নির্বাচন কার্যক্রম’ বাস্তবায়নে মরিয়া। বিস্তারিত পড়ুন...

বিরল সুবিধায় বাংলাদেশ ব্যাংক থেকে ধার পেল সংকটে পড়া ৭ ব্যাংক

ব্যাংক
প্রতীকী ছবি

অনিয়মের কারণে তারল্যসংকটে পড়া ৭ ব্যাংককে বিরল সুবিধায় ২২ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক যাতে বিদায়ী ২০২৩ সালের শেষ কার্যদিবসে তারল্যসংকটের প্রকৃত চিত্রের পরিবর্তে তুলনামূলক ভালো চিত্র দেখানোর সুযোগ পায়, সে জন্য তাদের এমন সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে এই ধার দিয়েছে। বিস্তারিত পড়ুন...

শুধু দুর্নীতি-চুরি-লুট-পাচার বন্ধ করুন, মানুষ দেশকে সোনার দেশ বানাবে

২০২৩ বেশ খারাপ গেল পৃথিবীর। গাজায় ২১ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হলেন, যার মধ্যে বেশির ভাগই শিশু। হাসপাতাল–স্কুলে বোমাবর্ষণ চলল। একবিংশ শতাব্দীতে এসে এই রকম একটা গণহত্যা, শিশুহত্যা সভ্যতা থামাতে পারল না। যুদ্ধ এখনো চলছে। একটা সহজ সমাধান পৃথিবীর জ্ঞানীগুণী ক্ষমতাধরদের মাথায় আসছে না যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। বিস্তারিত পড়ুন...

সশস্ত্র ডাকাতির দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

একাধিক সশস্ত্র ডাকাতিতে দোষী সাব্যস্ত পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড গতকাল কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন...