নাঈমুল ইসলাম খান ও তাঁর স্ত্রী–কন্যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান, তাঁর স্ত্রী নাসিমা খান ও তাঁদের তিন মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব নাঈমুল ইসলাম খানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, তাঁর স্ত্রী ও তিন মেয়ের নামে ১৬৩টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। সেগুলোয় ৩৮৬ কোটি টাকা জমা হয়। আর উত্তোলন করা হয় ৩৭৯ কোটি টাকা। বর্তমানে ব্যাংক হিসাবগুলোয় ৮ কোটি ৭৬ লাখ টাকা জমা রয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট নাঈমুল ইসলাম খান এবং তাঁর স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।