সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া তাঁর স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শ্বাশুড়ি জাহানারা বেগম, শ্যালক মো. শাহ আলম ও মোহাম্মদ শামীমের সম্পদবিবরণী চেয়েছে দুদক।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর ১২টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

আক্তার হোসেন আরও বলেন, শরীফ আহমেদের স্ত্রী, শ্বশুর, শ্বাশুড়ি ও দুই শ্যালকের নামে–বেনামে বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে। তাঁদের বক্তব্য জানতে দুদক নোটিশ জারি করলেও তাঁরা বক্তব্য দিতে আসেননি। তাই তাঁদের সম্পদবিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে।