সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের স্ত্রী মেহেরুন্নেসার ফ্ল্যাট ক্রোকের আদেশ
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের স্ত্রী মেহেরুন্নেসার ঢাকার ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মেহেরুন্নেসার নামে থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে মেহেরুন্নেসার ফ্ল্যাট ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। আদালত শুনানি নিয়ে ওই আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তাঁর স্ত্রী ও মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।