বন্ধুসভার সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ফরহাদ

জাফর সাদিক, মৌসুমী মৌ ও ফরহাদ হোসেন মল্লিক

প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগরের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের ৩০ সদস্যবিশিষ্ট এবং ঢাকা মহানগরের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নতুন কমিটির সভাপতি হয়েছেন বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক। নির্বাহী সভাপতির পদে আবারও দায়িত্ব পেয়েছেন উপস্থাপক মৌসুমী মৌ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব সংগঠক ফরহাদ হোসেন মল্লিক। আগামী দুই বছর (২০২৪-২৫) দেশ ও দেশের বাইরের ১৪০টিরও বেশি বন্ধুসভার কার্যক্রমে নেতৃত্ব দেবে নতুন এই জাতীয় পরিচালনা পর্ষদ।

এদিকে ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজশিক্ষক সাইদুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন গাজীপুর বন্ধুসভার সভাপতি নাঈমা সুলতানা।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে বন্ধুসভার সদস্যরা যুক্ত থাকেন। প্রথম আলোর সব কাজে পাশে থাকে বন্ধুসভা। অনেক এলাকায় সন্তানের সঙ্গে মা ও বাবারা যুক্ত হয়ে সংগঠনকে একটি পারিবারিক বন্ধনের মতো করে গড়ে তুলছেন। নতুনদের আরও বেশি করে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে তিনি আরও বেশিসংখ্যক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভা কমিটি করার পরামর্শ দেন। বন্ধুসভার সদস্যদের জ্ঞান ও বুদ্ধিভিত্তিক বিষয় জানতে এ–সংক্রান্ত চর্চায় জোর দেওয়ারও পরামর্শ দেন তিনি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক বলেন, বন্ধুসভার সদস্যরা প্রথম আলোর শুভেচ্ছাদূত। সদস্যদের আচরণ দিয়ে মানুষ প্রথম আলোকে বিচার করবে। এটা অনেক বড় একটা দায়িত্ব। তাই সদস্যদের কোনো ধর্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করা যাবে না। তাঁদের গণতন্ত্র ও আদর্শের চর্চা করতে হবে।  
জাতীয় পরিচালনা পর্ষদে যাঁরা

নতুন কমিটিতে উপদেষ্টা পর্ষদে আছেন মনোরোগ চিকিৎসক ও লেখক মোহিত কামাল, সিটি ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন, প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠানপ্রধান মুনির হাসান, মনোচিকিৎসক ও লেখক হেলাল উদ্দিন আহমেদ, ব্যবসায়ী জান্নাতুল বাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ, রাশেদা রওনক খান ও তাওহিদা জাহান, বন্ধুসভা জাতীয় পর্ষদের সাবেক সভাপতি উত্তম রায়, পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারোয়ার, সংগীতশিল্পী সাজেদ ফাতেমী এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম।

সহসভাপতি হিসেবে আছেন সোলায়মান কবীর, মাহবুব পারভেজ, মোহাম্মদ আলী ফিরোজ ও রুবাইয়াত সাইমুম চৌধুরী; যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস, রেদোয়ান মাহমুদ ও ফাহমিনা বর্ষা; সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা; দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, অর্থ সম্পাদক সজল মিত্র রিচার্ড; প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিব হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা আলম, বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক মো. সাইফুল ইসলাম খান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী, প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়মন চৌধুরী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাওহীদা রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাইফুল্লাহ সাদেক, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ ফেরদৌস, আন্তর্জাতিক সম্পাদক জাতীয় নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকের জেসি, সাংস্কৃতিক সম্পাদক পৌলমী অদিতি, বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক খায়রুন্নাহার খেয়া এবং কার্যনির্বাহী সদস্য নাফিউর রহমান, আলাদিন আল আসাদ, আসিফ খান, হৃদয় সৈকত ও অভিনেতা আব্দুন নুর সজল।

ঢাকা মহানগর কমিটিতে যাঁরা

ঢাকা মহানগর কমিটি ২০২৪–এ উপদেষ্টা পর্ষদে রয়েছেন হাসিনা মোস্তাফিজ বহ্নিশিখা, ফাল্গুনী মজুমদার, দেবলীনা সুর, জয়ন্ত কর্মকার, সৈকত সাদিক ও শামসুদ্দোহা সাফায়াত। সহসভাপতি পদে মাহমুদা বুশরা ও শাফিন উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইমরান, হামিদা জান্নাত; সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম, সহসাংগঠনিক সম্পাদক সালমান ফারসি, দপ্তর সম্পাদক মেঘা খেতান, অর্থ সম্পাদক অনিক সরকার, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শেখ কাব্য, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাহসীন মাজেদ, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক শারমিন আরা, প্রশিক্ষণ সম্পাদক গিয়াস উদ্দিন মোহাম্মদ মুন্না, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদা তমা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোস্তফা কামাল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইউসুফ সর্দার, তথ্য ও যোগাযোগ সম্পাদক ওয়াসিমা তাসনিম, ম্যাগাজিন সম্পাদক মো. আশফাকুর রহমান, বইমেলা সম্পাদক হামিদুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক অভিজিৎ কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক জয়শ্রী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মামুন হোসেন, প্রীষতি খান ও রোকসানা আক্তার।