নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করেছে আইন মন্ত্রণালয়। তাঁরা আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগের দুদিন ও পরের দুদিন (মোট ৫ দিন) দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) চাওয়া অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, এসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী অপরাধগুলো আমলে নেওয়া এবং তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করার কাজ করবেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়।