আহতদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচে সেল গঠন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা, সমন্বয়সহ বিভিন্ন সহায়তা দিতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সমন্বয় সেল গঠন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটের ৮১১ নম্বর কক্ষ (মুঠোফোন নম্বর ০১৭৬৯৯৯৩৫৫৮) এবং সিএমএইচে (০১৮১৫৯১২৬১৭) এই সমন্বয় সেল গঠন করা হয়েছে।