ডিকাবের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক আশিকুর রহমান

নুরুল ইসলাম হাসিব ও আশিকুর রহমান অপুছবি: সংগৃহীত

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের প্রধান প্রতিবেদক আশিকুর রহমান অপু।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিকাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ২০২৪ সালে দায়িত্ব পালন করবেন।

ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদে তানজিম আনোয়ার (বাসস) এবং রবিউল হক (ডেইলি ইন্ডাস্ট্রি) যৌথভাবে নির্বাচিত হয়েছেন। কমিটির যুগ্ম সম্পাদক পদে মো. আরিফুজ্জামান (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) এবং দপ্তর সম্পাদক পদে মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েন্টিফোর) নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন পান্থ রহমান (চ্যানেল আই), মীর মোস্তাফিজুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ইশরাত জাহান (ডিবিসি), পরিমল পালমা (দি ডেইলি স্টার) এবং মাসুম বিল্লাহ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।

ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদে তানজিম আনোয়ার (বাসস) এবং রবিউল হক (ডেইলি ইন্ডাস্ট্রি) যৌথভাবে নির্বাচিত হয়েছেন। কমিটির যুগ্ম সম্পাদক পদে মো. আরিফুজ্জামান (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) এবং দপ্তর সম্পাদক পদে মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েন্টিফোর) নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন পান্থ রহমান (চ্যানেল আই), মীর মোস্তাফিজুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ইশরাত জাহান (ডিবিসি), পরিমল পালমা (দি ডেইলি স্টার) এবং মাসুম বিল্লাহ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।

ডিকাবের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে তাঁকে সহায়তা করেন দ্য ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।