মেঘনা ব্যাংক ও নগদ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

মেঘনা ব্যাংক পিএলসি এবং নগদ লিমিটেডের মধ্যে একটি চুক্তিপত্র বিনিময় অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারাছবি: সংগৃহীত

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি এবং নগদ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ‘মেঘনা পে’–এর গ্রাহকেরা সহজেই নগদ প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টার-অপারেবল ট্রানজেকশন ও পেমেন্ট করতে পারবেন।

মেঘনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান এবং নগদ লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কিমিয়া সাদাত, উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাশসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি প্রসঙ্গে এইচ এন আশিকুর রহমান বলেন, ‘এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আরও সহায়ক হবে বলে আমরা আশা করি। এ ছাড়া দেশব্যাপী আর্থিক সেবায় বিপ্লব ঘটানোর পাশাপাশি সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে। সব মিলিয়ে আমরা ক্যাশলেস বাংলাদেশ ২০২৭-এর স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি।’