আদালতের নিষেধাজ্ঞা, তবুও পদোন্নতির প্রস্তাব

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)

এলজিইডির ২৫৭ জন প্রকল্প প্রকৌশলীর পদোন্নতি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও, তাঁদের নির্বাহী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, রাজস্ব বাজেটে নিয়মিত না হলে চলতি দায়িত্ব পাওয়ার সুযোগ নেই। পূর্বেও তাঁদের চাকরি নিয়মিতকরণ ও পদোন্নতিতে অনিয়ম ধরা পড়েছিল। এ নিয়ে গঠিত তদন্ত কমিটিও নানা ত্রুটি খুঁজে পেয়েছে।