আমি ক্ষমতাকে প্রশ্ন করি: আদালতে আনিস আলমগীর
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আজ বিকেলে ঢাকার আদালতে তোলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আদালতে আনিস আলমগীর বলেন, ‘আমি ক্ষমতাকে প্রশ্ন করি। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা।’ তিনি আরও বলেন, ‘ড. ইউনুস যদি চায়, সারা বাংলাদেশকে কারাগার বানাবে, বানাতে পারে।’ আনিস আলমগীরকে গতকাল ধানমন্ডি থেকে আটক করে ডিবি।