আটক সেনাদের আদালতে আনতে হবে : তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। সেনা সদর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানায়নি। তিনটি মামলায় ২৫ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়, তাঁদের মধ্যে ১৫ জন এখনো কর্মরত। গত ৮ অক্টোবর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।