সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। আরও দুটি ধারা জামিনযোগ্য করে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে প্রতিবেদনটি পাঠকের আগ্রহ সৃষ্টি করেছে। দেশের জনবহুল এলাকা ও অপেক্ষাকৃত নিম্নাঞ্চলে ডেঙ্গুর বিস্তার ঘটছে বেশি, বিশেষ করে যেসব এলাকার বসতবাড়ির চেয়ে রাস্তা উঁচু। এ–সংক্রান্ত বিশেষ প্রতিবেদনটিও পঠিত হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বাণিজ্যের নানা সংবাদ আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আরও দুটি ধারা জামিনযোগ্য করে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়
ছবি: পিআইডি

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে অংশীজন ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ ছিল, আইনে সাজা কিছু কমানো ও ধারা জামিনযোগ্য করা ছাড়া বিষয়বস্তুতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। এতে মানুষের হয়রানি কমাবে না। বিস্তারিত পড়ুন...

কী ধরনের এলাকায় ডেঙ্গু বেশি

এডিস মশা
ফাইল ছবি

নগরে এডিসের বিস্তার অন্তত তিনটি প্রবণতা তুলে ধরে। এক. অপরিকল্পিতভাবে নগরায়ণ হচ্ছে। দুই. ডেঙ্গু প্রতিরোধে যথাযথ প্রচারের যথেষ্ট অভাব আছে। তিন. এডিসের বংশবিস্তার রোধে সংশ্লিষ্ট নানা কর্তৃপক্ষের নজরদারির অভাব আছে। বিস্তারিত পড়ুন...

প্রিগোশিনবিহীন ভাগনারের হাল ধরবে কে

স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, ২৪ আগস্ট তোলা
ফাইল ছবি রয়টার্স

এখন একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে। ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যুর পরও তাঁর এক দশকের পুরোনো প্রতিষ্ঠানটি কি টিকে থাকবে, নাকি শেষ হয়ে যাবে। বিস্তারিত পড়ুন...

লিটন এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি

জ্বরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস
ছবি: শামসুল হক

৩০ আগস্ট বুধবার শুরু হবে ওয়ানডে সংস্করণের এবারের এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে। লিটন যদি আগামীকালও শ্রীলঙ্কায় যান, তাহলে এক দিনের ব্যবধানেই মাঠে নামা কঠিন হবে। বিস্তারিত পড়ুন...

সৌদি আরবে মাঝপথেই কনসার্ট বন্ধ করতে হলো জনপ্রিয় গায়িকাকে

ইগি অজালেয়া
ইনস্টাগ্রাম থেকে

ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে ইগি অজালেয়া লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, আমি কনসার্ট শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি পাইনি; তাই আগেই শেষ করতে হয়েছে। এ জন্য আমি খুবই দুঃখিত। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন