জাতীয় জাদুঘরের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান
ছবি: প্রথম আলো

বিএনপিসহ সরকারবিরোধীদের গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করবেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জাতীয় জাদুঘরের সামনের এই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের নেতৃত্বে সংগঠনের কয়েক শ নেতা-কর্মী রয়েছেন।

ছাত্রলীগের পক্ষ থেকে একে ‘সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, গণতন্ত্র ও মানবাধিকারের হন্তারক, অশুভ ও অন্ধকারের শক্তি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাসের প্রচেষ্টা ও সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের অবস্থান কর্মসূচি’ বলা হচ্ছে।

বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতীয় জাদুঘরের সামনে আসেন শেখ ওয়ালী আসিফ। বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের নেতৃত্বে সেখানে আসেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে আ.লীগ প্রস্তুত: ওবায়দুল কাদের

বিক্ষিপ্তভাবে শাহবাগে এসে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারীরা।

ছাত্রলীগের এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতা-কর্মীরাও।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-জামায়াত হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির প্রতিশব্দ। তাদের অগ্নিসন্ত্রাস, যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ও দেশবিরোধী অপতৎপরতা রুখতে ছাত্রলীগ বদ্ধপরিকর।’

আরও পড়ুন

বিএনপির গণ–অবস্থানের দিন সমাবেশ করবে আ.লীগও 

শেখ ওয়ালী আসিফ বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ সমাজ বিএনপি-জামায়াতের যেকোনো গণ হয়রানিমূলক কর্মকাণ্ড কঠোর হাতে প্রতিরোধ করবে। সে জন্যই তাঁরা শাহবাগে অবস্থান নিয়েছেন।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। তারা আজ ঢাকাসহ বিভাগীয় শহরগুলোয় একযোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।