চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটক বাস

বিআরটিসির সহযোগিতায় দুটি দ্বিতল বাস আনুষ্ঠানিকভাবে চালু হবে আগামী শনিবার থেকে। একটি বাস থাকবে ছাদখোলাছবি: সংগৃহীত

নদী, সাগর ও পাহাড়সমৃদ্ধ চট্টগ্রামের সৌন্দর্য উপভোগের সুবিধার্থে আগামী শনিবার থেকে পর্যটক বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। চট্টগ্রাম শহরের টাইগার পাস থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় এই বাস প্রতিদিন যাতায়াত করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিআরটিসির সহযোগিতায় দুটি দ্বিতল বাস আনুষ্ঠানিকভাবে চালু হবে শনিবার থেকে। একটি বাস থাকবে ছাদখোলা।

ডিসি জানান, টাইগার পাস থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার প্রতিদিন তিনবার করে এই বাস পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফৌজদারহাটের ডিসি পার্ক এলাকায় যাতায়াত করবে। অন্যান্য দিন বিকেলে দুবার করে একই যাত্রাপথে যাতায়াত করবে।

পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস থেকে ডিসি পার্ক ৪০ টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত ৩০ টাকা এবং টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত ৭০ টাকা ভাড়া পড়বে। ভ্রমণপ্রত্যাশীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি ও শীতাতপ বাস যুক্ত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. আমিনুর রহমান এনডিসি, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় উপস্থিত থাকবেন।