নিজাম হাজারী, মেহের আফরোজ চুমকিসহ ১২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ ১২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজারের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারনির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ ক্ষেত্রে এই শ্রমবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ১০ জন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। পরে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন নিজাম হাজারী ও তাঁর স্ত্রী নুরজাহান বেগম, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের মালিক শেখ আবদুল্লাহ এবং এম আমিরুল ইসলাম, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, মেসার্স ইউনিক ইস্টার্ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, নাছির উদ্দিন আহমেদ ও খোন্দকার শওকত হোসাইন, বি এম ট্রাভেলসের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও বিএনএস ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইশতিয়াক আহমেদ।
পেট্রোলিয়ামের সাবেক প্রধান নির্বাহীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তাঁর স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের তথ্য অনুযায়ী, মেহের আফরোজ চুমকি ও তাঁর স্বামীর বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত শুনানি নিয়ে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।