এবার মুছে ফেলা হলো ছাত্র ইউনিয়নের দেয়াললিখন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন নেতাদের ওপর ছাত্রলীগের হামলার পর এবার বামপন্থী ছাত্রসংগঠনটির দেয়াললিখন মুছে দেওয়া হয়েছে। শুক্রবার টিএসসি ও শামসুন নাহার হলের দেয়ালে ছাত্র ইউনিয়নের দেয়াললিখন দেখা যায়নি। সেগুলো সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে পার্শ্ববর্তী রোকেয়া হল থেকে উপাচার্য ভবনের দেয়াল পর্যন্ত ছাত্রলীগের দেয়াললিখন আগের মতোই রয়েছে।
ছাত্র ইউনিয়নের নাম ক্যাম্পাস থেকে মুছে ফেলতে ছাত্রলীগ এটা করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শিমুল কুম্ভকার গতকাল প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ প্রথমে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। এরপর ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর হামলা করেছে। আর এখন সংগঠনের দেয়াললিখনগুলো মুছে দিল।
ছাত্রলীগের এই কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক সন্ত্রাস’ আখ্যায়িত করে শিমুল বলেন, কোনো সংগঠন কারও পুরোনো দেয়াললিখন মোছার আগে সেই ছাত্রসংগঠনকে বিষয়টি জানায়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে একটি শিষ্টাচার ও সংস্কৃতি হিসেবে চলে আসছে। কিন্তু ছাত্রলীগ গায়ের জোরে সবকিছু করছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির প্রথম আলোকে বলেন, ছাত্র ইউনিয়নের দেয়াললিখন কে বা কারা মুছে দিয়েছে, তা তাঁর জানা নেই। সাদা রং দেওয়া দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা আছে কি না, সেই প্রশ্ন রাখেন তিনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্রলীগের স্থাপন করা প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতিতে ভাঙচুর করা নিয়ে দুই সংগঠনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ওই ঘটনার পরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্র ইউনিয়নসহ বামপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মীদের ওপর হামলা করেন। তাতে ৮ থেকে ১০ জন আহত হন। পরে গভীর রাতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয় ছাত্রলীগ। এরপর বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ সংগঠনের চার নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় মেঘমল্লারের এক হাতের হাড়ে ফাটল ধরা ছাড়াও তিনি এক চোখে গুরুতর আঘাত পান। আঘাতে তাঁর চোখে রক্ত জমেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ছাত্র ইউনিয়নের দেয়াললিখন মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে তিনি জানার চেষ্টা করবেন কারা দেয়াললিখন মুছেছে।
ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ও গণতান্ত্রিক ছাত্রশক্তি।