রাজধানীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যুপ্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ শুক্রবার তানজিম তাসমিয়া (২৬) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ মিডিয়া স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি মডেলিং করতেন বলে জানিয়েছে পরিবার।

পুলিশ জানায়, খবর পেয়ে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তানজিম তাসমিয়ার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধানমন্ডিতে নিজেদের বাসায় থাকতেন তানজিম।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোরে ধানমন্ডির বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তানজিমকে। এরপর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী প্রথম আলোকে বলেন, মায়ের সঙ্গে অভিমান করে তানজিম আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পরিবার বলছে, তানজিম বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা ওই ভবনর চতুর্থ চলায় থাকতেন।