বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় শিক্ষক শাহাদাত হোসাইন: গ্রিন ইউনিভার্সিটি

মোল্লা শাহাদাত হোসাইন লিপু
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন গ্রিন ইউনভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক মোল্লা শাহাদাত হোসাইন লিপু। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের সম্প্রতি যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে।

মোল্লা শাহাদাত হোসাইন গ্রিন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান বিষয় নবায়নযোগ্য শক্তি, ব্যাটারি, এনার্জি স্টোরেজ, বিকল্প শক্তির উৎস, ইলেকট্রিক ভেহিকেলস ও পাওয়ার ইলেকট্রনিকস। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোল্লা শাহাদাত হোসাইনের প্রকাশিত গবেষণা প্রবন্ধ নেচার, এলসেভিয়ার ও আইইইই ট্রানজেকশনের মতো জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশনসংখ্যা ৩ হাজার ৯০০ অতিক্রম করেছে। তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক এক্সিবিশন ও কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে গবেষণা করছেন।

এ বিষয়ে মোল্লা শাহাদাত হোসাইন বলেন, যেকোনো অর্জনই আনন্দের। এ ধরনের অর্জন তাঁকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি গ্রিন ইউনিভার্সিটির অন্য শিক্ষকদের ভবিষ্যতে গবেষণায় উৎসাহী করে তুলবে।

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় মোল্লা শাহাদাত হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল আজাদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) মো. মাহবুব সরওয়ার প্রমুখ।