বকেয়া বেতনের দাবিতে রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

কেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিক–কর্মচারীরা। আজ সকালে পাহাড়তলীতেসংগৃহীত

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে অবস্থিত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

ডিআরএমের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, রেলওয়ের স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের বেতন গত জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে তাঁরা খুব কষ্টে দিন পার করছেন। পবিত্র রমজান এবং বর্তমানে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে অসহায় হয়ে পড়েছেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সামনে ঈদ, কীভাবে পরিবারের মুখে সেমাই, খাবার ও সন্তানদের নতুন পোশাক কিনে দেবেন? বেতনের নিশ্চয়তা নেই, চাকরির স্থায়ী করার নিশ্চয়তা নেই। এরপরও তাঁরা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন।

রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদের (টিএলআর) সদস্যসচিব মোহাম্মদ হোসেন বলেন, বরাদ্দ না থাকার অজুহাতে অস্থায়ী শ্রমিকদের বেতন দিচ্ছে না রেলওয়ে। তাঁরা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত। বারবার তাগাদা দেওয়া হলেও প্রশাসন কবে নাগাদ বেতন দেবে, তারও কোনো নিশ্চয়তা দিচ্ছে না।

কর্মসূচিতে বক্তব্য দেন রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা মো. ইলিয়াস প্রমুখ। রেলওয়ের অস্থায়ী শ্রমিক পরিষদের নেতারা জানান, রেলওয়েতে বিভিন্ন পদে বর্তমানে অস্থায়ী হিসেবে প্রায় আট হাজার শ্রমিক আছেন। তাঁরা মাসে সাড়ে ১৫ হাজার থেকে সাড়ে ১৬ হাজার টাকা করে বেতন পান।