সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম মারা গেছেন

বিশিষ্ট শিল্পপতি ‘সুপার স্টার গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম মারা গেছেন। আজ বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সুপার স্টার গ্রুপের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ ইব্রাহীমের মৃত্যুর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ ইব্রাহীমের প্রথম জানাজা বুধবার সকাল নয়টায় মহাখালী নিউ ডিওএইচএসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর আমলাপাড়া বড় মসজিদে জোহরের নামাজের পর তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সবশেষে তৃতীয় জানাজা শেষে তাঁর মরদেহ নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ও প্রয়াতের পরিবারের সদস্যরা।

বলা হয়, মোহাম্মদ ইব্রাহিম প্রথম সারা দেশে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে ইলেকট্রিক পণ্য বিক্রি শুরু করেন। দেশের প্রান্তিক জনপদে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাজার হাজার ছোট দোকানে কোম্পানির নির্ধারিত মূল্যে সরাসরি পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর দূরদর্শী সিদ্ধান্তেই এই প্রতিষ্ঠান এখন অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের একটি।