ক্যানসার আক্রান্ত রিতাকে বাঁচাতে সহায়তার হাত বাড়ান

রিতা রানী দাস

দশম শ্রেণির শিক্ষার্থী রিতা রানী দাসের ব্লাড ক্যানসার ধরা পড়েছে। সে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

রিতাদের বাড়ি পটুয়াখালীর বাউফলে। বাবা শ্যামল চন্দ্র দাস মুদিদোকানের কর্মচারী। মা গীতা রানী দাস গৃহিণী। বাবার সামান্য আয়ে চার সদস্যের সংসার টেনে নেওয়াই দায়। সেখানে অসুস্থ রিতার ব্যয়বহুল চিকিৎসা ব্যয় মেটানো নিয়ে দিশাহারা তিনি।

রিতার মামা অশোক দাস বলেন, রিতার ক্যানসার প্রাথমিক পর্যায়ে আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁরা বলেছেন চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারে সে।

এদিকে মেয়েটির অসহায় বাবা বলেন, ‘ভিটা আর টিনশেড ঘরডা ছাড়া কিছুই নাই আমার।’ আর মায়ের আকুতি, ‘আদরের রিতা কি টাকার অভাবে চোখের সামনে মরে যাবে?’ মেয়েটিকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা চেয়েছেন মা–বাবা।

সহায়তা পাঠানো যাবে: শ্যামল চন্দ্র দাস, সঞ্চয়ী হিসাব নম্বর ৪৩০৬৭০১০০৫৯০৬, সোনালী ব্যাংক, বাউফল শাখা অথবা বিকাশ/নগদ: ০১৭০৩৯৮৩৩৮১।