অতিরিক্ত সচিব পদে পদোন্নতি শিগগির

প্রশাসনে অতিরিক্ত সচিব পদে শিগগিরই পদোন্নতি হতে যাচ্ছে। এক বছর পর এবার প্রায় ১০০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হতে পারে। খুব শিগগির এই পদোন্নতি হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে অতিরিক্ত সচিবের নিয়মিত পদ আছে ২১২টি। এর সঙ্গে সমপর্যায়ের বিভিন্ন দপ্তরে প্রেষণে (নির্ধারিত পদের বাইরে অন্যান্য দপ্তর বা সংস্থায় নিয়োগ) থাকা পদ আছে আরও প্রায় ১২৫টির মতো। সব মিলিয়ে অতিরিক্ত সচিবের পদ দাঁড়ায় ৩৩৭টিতে। আজ রোববার পর্যন্ত কর্মরত অতিরিক্ত সচিব আছেন ৩২৩ জন।

সর্বশেষ গত বছরের ৬ এপ্রিল যুগ্ম সচিব পদের ৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। ওই সময় নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৭তম ব্যাচকে পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হচ্ছে। তুলনামূলকভাবে এই ব্যাচে কর্মকর্তা সমসাময়িক অন্যান্য বিসিএস ব্যাচ থেকে কম। ১৭তম ব্যাচ ছাড়াও আগের বার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদের মধ্যে বেশ কিছুসংখ্যক কর্মকর্তাও পদোন্নতি পেতে পারেন।

আরও পড়ুন

নতুন করে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে বেশ কিছুদিন ধরেই পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাই করতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভাও হয়েছে।

আরও পড়ুন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ রোববার প্রথম আলোকে বলেন, বর্তমানে চাহিদার তুলনায় অতিরিক্ত সচিবের সংখ্যা কম। সবকিছু বিচার-বিশ্লেষণ করে কমবেশি ১০০–এর কাছাকাছি কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। যেসব কর্মকর্তা যোগ্য তাঁদেরই পদোন্নতি দেওয়া হবে।