পোশাকের আড়ালে চাল রপ্তানি

কার্টনে করে পোশাকের আড়ালে চাল রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছিল
ছবি: সংগৃহীত

তৈরি পোশাক রপ্তানির চালানে এবার চাল পাওয়া গেছে। শুক্রবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি ডিপো থেকে রপ্তানি চালান শুল্কায়নের সময় চালের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। রপ্তানি চালানটি কার, কোথায় রপ্তানি হচ্ছে, সে বিষয়ে জানা যায়নি।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার বদরুজ্জামান মুন্সি প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের ওসিএল ডিপো দিয়ে ২২ কার্টনের একটি পণ্য রপ্তানির চালান যাচাই–বাছাইয়ের সময় সন্দেহ হয় সেখানকার দায়িত্বরত কর্মকর্তাদের। সন্দেহের পর একটি কার্টন খুলে চাল পাওয়া গেছে। তবে রাত হয়ে যাওয়ায় বাকি চালান শনিবার খুলে দেখা হবে।

আরও পড়ুন

তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। তদন্তে অনেকগুলো চালানে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পেয়েছেন তাঁরা। সর্বশেষ ১০টি চালানে প্রায় ৩০০ কোটি টাকা পাচারের প্রমাণ পান তাঁরা। তৈরি পোশাকের আড়ালে অর্থ পাচারের বিষয়টি আলোচনার সময় এ ঘটনা ধরা পড়ল।