জ্যেষ্ঠ আইনজীবী রফিকুরের প্রতি শ্রদ্ধায় আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকছে

সুপ্রিম কোর্টফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুর রহমানের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ আধা বেলা বন্ধ থাকছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিকুর রহমান আজ ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক শোকবাণীতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ আদালতের কার্যক্রম শুরু হলে সকাল সাড়ে নয়টার দিকে রফিকুর রহমানের মারা যাওয়ার বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মারা গেলে তাঁর সম্মানে আধা বেলা আদালতের কার্যক্রম বন্ধ থাকে।

পরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের বিজ্ঞপ্তির ভাষ্য, রফিকুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১ পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সমিতির কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রফিকুর রহমান ১৯৮০-৮১ মেয়াদে ও ১৯৯১-৯২ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

রফিকুর রহমানের কনিষ্ঠ সহকর্মী আইনজীবী হাসনাত কাইয়ূম প্রথম আলোকে বলেন, আগামীকাল মঙ্গলবার বেলা পৌনে দুইটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর (রফিকুর রহমান) জানাজা হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।