দুদকের মামলায় খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী

আদালতপ্রতীকী ছবি

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী (ফালু)। আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন।

আইনজীবী বোরহানউদ্দীন প্রথম আলোকে বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৮ জুলাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছরই আদালত মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দুদকের পক্ষ থেকে আদালতে ১৫ জন সাক্ষীকে হাজির করা হয়। দুদকের আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মোসাদ্দেক আলীকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ১৬ কোটি ৬০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় মোসাদ্দেক আলীর বিরুদ্ধে। একই মামলায় তাঁর বিরুদ্ধে ১১ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বলেন, হয়রানি করার জন্য ওয়ান-ইলেভেনের সময় তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়নি। আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছেন তাঁর মক্কেল মোসাদ্দেক আলী।