নির্দেশনাটি স্থগিত, বন্দীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন স্বজন
‘বন্দীদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখতে হবে’—সুরক্ষা সেবা বিভাগের এক স্মারকে উল্লিখিত এ নির্দেশনার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কারাগারে থাকা বন্দীর সঙ্গে তাঁর পরিবারের সদস্য, স্বজন ও আইনজীবীর সাক্ষাতের ক্ষেত্রে কারাবিধি কঠোরভাবে অনুসরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ২১ জুলাই ‘কারাগারের নিরাপত্তা নিশ্চিতকরণ’ বিষয়ে নির্দেশনাসংবলিত স্মারক জারি করা হয়। এই স্মারকের (চ) দফায় বলা হয়, বন্দীদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মো. বাবর চলতি মাসে রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তবারক হোসেইন ও সারা হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।
পরে জ্যেষ্ঠ আইনজীবী তবারক হোসেইন প্রথম আলোকে বলেন, ৩ আগস্ট শাহ মো. বাবর তাঁর মক্কেলের (আসামি) সঙ্গে দেখা করতে যান। তখন তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। বন্দীদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে এক স্মারকের কথা জানানো হয়। অথচ সংবিধান অনুসারে প্রত্যেক বন্দীর সঙ্গে আইনজীবীর কথা বলার অধিকার আছে। কে কত সময় পর্যন্ত দেখা করতে পারবেন, তা–ও কারাবিধিতে উল্লেখ রয়েছে। এ অবস্থায় স্মারকের ওই অংশটুকুর (চ দফা) চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। স্মারকের ওই নির্দেশনা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে কারাবিধি অনুসারে বন্দীর সঙ্গে তাঁর পরিবারের সদস্য, স্বজন ও আইনজীবীর সাক্ষাতে আইনগত কোনো বাধা নেই।