১৮-এর আগে বিয়ে নয়

সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান বাতিলের দাবিতে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমাবেশে নানা ব্যানার-ফেস্টুন নিয়ে আসে। ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।

.
.

১৮ বছরের আগে মেয়ের বিয়ে নয়—নাবিলা ডেমরা স্কুলে থেকে সমাবেশে এসেছে এ কথা জানাতেই।

.
.


মীম নামের এই নারী নিজেই বাল্যবিবাহের শিকার। এখন তাঁর জীবন চলে প্রতিদিন শহীদ মিনারের পাদদেশে ফুল বিক্রি করে।

.
.


সমাবেশে যোগ দিতে এসেছেন পরিবারের অভিভাবকেরাও।

.
.


কন্যার বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ চাই—মাথায় ব্যান্ডানা ও হাতে ব্যানার নিয়ে বাল্যবিবাহের প্রতিবাদে এসেছে এরা।

.
.


‘বাল্যবিবাহ বন্ধ, তাই স্বপ্ন নিয়ে এগিয়ে যাই’ ব্যানার নিয়ে এক শিক্ষার্থী।

.
.


শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে ছিল প্রতিবাদী শিক্ষার্থীরা।

.
.


লাল আর সবুজ রং দিয়ে প্ল্যাকার্ড তৈরি করেছে এই শিক্ষার্থী।

.
.


নারীপক্ষ থেকে সমাবেশে অংশ নিয়েছেন ওই সংগঠনের কর্মীরা।

.
.


বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমাবেশে নানা রকম ব্যানার-ফেস্টুন নিয়ে আসে।

.
.


সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

.
.


শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি।