ফতোয়া নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন মাসঊদ

এক লাখ আলেমের সই করা ফতোয়া নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসঊদ। সঙ্গে ছোট ভাই আরিফ উদ্দিন (মারুফ) এবং দুই ছেলে সদরুদ্দিন মাকনুন ও জুনুদ উদ্দিন মাকতুমকেও নিয়ে গেছেন।
গতকাল বুধবার রাতে তাঁরা ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।
বাংলাদেশ জমিয়াতুল উলামা এ বিষয়ে গতকাল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে। তাতে জমিয়াতুল উলামার চেয়ারম্যান ফরিদ উদ্দিন মাসঊদ বলেন, বাংলাদেশের আলেমদের তৈরি শান্তির বার্তা ফতোয়া জাতিসংঘে পৌঁছানোই এ সফরের মূল লক্ষ্য। সেখানে তিনি সন্ত্রাসবাদ দমনবিষয়ক একটি সম্মেলনে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে সফরসঙ্গী ভাই আরিফ উদ্দিনকে জমিয়তের অভিভাবক পরিষদের সদস্য, ছেলে সদরুদ্দিন মাকনুনকে জমিয়তের ঢাকা মহানগরীর সেক্রেটারি ও আরেক ছেলে জুনুদ উদ্দিন মাকতুমকে আইনবিষয়ক সম্পাদক উল্লেখ করা হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁদের দেশে ফেরার কথা বলে জানানো হয়।