মে দিবসে মে ফ্লাওয়ারের শুভেচ্ছা

মাটি ফুঁড়ে বের হয়ে, একটু একটু করে বেড়ে ওঠে মে ফ্লাওয়ারের গাছ।
মাটি ফুঁড়ে বের হয়ে, একটু একটু করে বেড়ে ওঠে মে ফ্লাওয়ারের গাছ।

শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দেন। বুদ্ধিদীপ্ত প্রকৃতি তাঁদের আজকের দিনেই শুভেচ্ছা জানাল, মে ফ্লাওয়ার দিয়ে। স্যালুট তোমায়, প্রকৃতি।

ফোটার অপেক্ষায় মে ফ্লাওয়ার।
ফোটার অপেক্ষায় মে ফ্লাওয়ার।

গত সাত দিনে মাটি ফুঁড়ে বের হয়ে একটু একটু করে বেড়ে ওঠে। ঘড়ির কাঁটা যখন এপ্রিল থেকে মে মাসে ছুল, ঘর থেকে বেরিয়ে দেখি মে ফ্লাওয়ার ফুটেছে।

ঘড়ির কাঁটা যখন এপ্রিল থেকে মে মাসে ছুল, ফুটল মে ফ্লাওয়ার।
ঘড়ির কাঁটা যখন এপ্রিল থেকে মে মাসে ছুল, ফুটল মে ফ্লাওয়ার।

প্রতিবছর কোনো যত্ন নেওয়া হয় না। শুধু এই সময়টা বাসার ওই নির্দিষ্ট জায়গাটা ফাঁকা রাখতে হয়। আর তাতেই অপরূপ রূপে ধরা দেয় মে ফ্লাওয়ার। এমন সুন্দর ফুলের ছবি না তুললে কি চলে? পটাপট তাই তুলে ফেলা হলো ছবি।

অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে মে ফ্লাওয়ার।
অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে মে ফ্লাওয়ার।


লেখক: উপাধ্যক্ষ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।