ঐতিহাসিক সলিমুল্লাহ হল

১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছিল তিনটি হল (ঢাকা হল, জগন্নাথ হল ও মুসলিম হল)। পরবর্তী সময়ে ঢাকা হলের নাম হয় শহীদুল্লাহ হল এবং মুসলিম হলের নাম রাখা হয় সলিমুল্লাহ মুসলিম হল। সলিমুল্লাহ মুসলিম হলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল। হলের প্রথম প্রভোস্ট ছিলেন স্যার এ এফ রহমান। ১৯২৯ সালের ২২ আগস্ট বাংলার তৎকালীন গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন ঢাকার প্রয়াত নবাব বাহাদুর স্যার সলিমুল্লাহর নামানুসারে সলিমুল্লাহ মুসলিম হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৩১ সালের ১১ আগস্ট ভবনটি উদ্বোধন করা হয়। হলের ছবিগুলো আজ মঙ্গলবার তোলা।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটক।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটক।
দ্বিতলবিশিষ্ট ভবনের সামনের অংশ।
দ্বিতলবিশিষ্ট ভবনের সামনের অংশ।
ভবনের স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করবে।
ভবনের স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করবে।
মূল ভবনের দিকে যেতে হাতের ডান পাশে দেখা যাবে একটি স্তম্ভ।
মূল ভবনের দিকে যেতে হাতের ডান পাশে দেখা যাবে একটি স্তম্ভ।
মূল ভবনের দেয়ালে নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের ম্যুরাল।
মূল ভবনের দেয়ালে নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের ম্যুরাল।
ভবনের সামনে গাছে ঘেরা এবং ঘাসে মোড়া মাঠ।
ভবনের সামনে গাছে ঘেরা এবং ঘাসে মোড়া মাঠ।
লোকচক্ষুর আড়ালে পড়ে আছে ভবনের মূল ভিত্তিপ্রস্তরটি।
লোকচক্ষুর আড়ালে পড়ে আছে ভবনের মূল ভিত্তিপ্রস্তরটি।