ঢাকায় ভারী বৃষ্টি

রাজধানীতে আজ রোববার দুপুরে ভারী ও বজ্রবৃষ্টি শুরু হয়।ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা।  ছবি: আবদুস সালাম
রাজধানীতে আজ রোববার দুপুরে ভারী ও বজ্রবৃষ্টি শুরু হয়।ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার দুপুরে ভারী ও বজ্রবৃষ্টি শুরু হয়। এতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে।

রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে আজ বেলা দুইটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।